Tuesday, November 10, 2015

illustrator (ইলেস্ট্রাটর) এ বাংলা লেখা সমাধান করে নিন

যারা Adobe Illustrator এ বাংলা লিখতে পারেন না। আর লিখলেও ভাঙ্গা ভাঙ্গা হয়, তারা সমাধান নিয়ে নিন এখনই। 


১। প্রথমে আপনার Illustrator ওপেন করুন। 
২। তারপর আপনার কিবোর্ডের Ctrl+k চাপুন।
৩। এবার type এ ক্লিক করুন।


৪। Show Indic Options এ টিক দিন।


৫। এবং ok চাপুন।

    আপনার কাজ শেষ। এবার বাংলায় টাইপ করতে থাকুন। 
     আমি adobe illustrator CC তে করেছি। 
     NB: অভ্র install করা থাকতে হবে।
                                    ধন্যবাদ..................... 


No comments:

Post a Comment