Tuesday, December 8, 2015

পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে Tag Question শিখি



আজকে আমি আপনাদের শিখাব কী ভাবে অতি সহজে ইংরেজি গ্রামার আয়ত্ত করা যায়। আমার আজকের বিষয়বস্তু Tag Question . এটা আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে শেখাব। আমাদের সবার মাঝেই কেন জানি ইংরেজি ভীতি কাজ করে। কিন্তু এটা নিয়ে সামান্য সাধনা করলে এটাই আপনার কাছে সবচেয়ে সোজা হয়ে যাবে।

নিম্নে আপনাদের জন্য নিয়ম গুলো তুলে ধরা হলঃ

  • Rule 1: Lets  বা  Let us থাকলে Tag  shall we বসাতে হয়    যেমনঃ Lets play football, shall we ?
  • Rule 2 : Imperative Sentence হলে Tag-  Will you বসে   যেমনঃ Open the door, will you ?
  • Rule 3 : নিম্নের Be Verb, Have Verb  Modal Verb গুলো থাকলে সেগুলোর Negative Form বসাতে হয়আবার Neg form থাকলে Affirmative Form বসাতে হয় 
Affirmative
Negative
Affirmative
Negative
Am
Arent
May
Maynt
Is
Isnt
Might
Mightnt
Are
Arent
Must
Mustnt
Was
Wasnt
Have
Havent
Were
Werent
Has
Hasnt
Shall
Shant
Had
Hadnt
Should
Shouldnt
Dare
Darent
Will
Wont
Need
Neednt
Can
Cant
Ought
Oughtnt
Could
Couldnt
Does not
Does

Did not
Did

Do not
Do
যেমনঃ 
I am a sudent, arent I ?
I am not a sudent, am I ?
Fatema does not go there, does she ?

বিঃদ্রঃ 
Tag Question  একজন মেয়ে কে বোঝালে  she এবং একজন ছেলেকে বোঝালে he বসে  
একের অধিক ছেলে/মেয়ে কে বোঝালে they বসে  
এছাড়া মানুষ বাদে অন্য একটি কোন প্রাণী বা বস্তুকে বোঝালে it বসে   
আবার একের অধিক প্রাণি বা বস্তুকে বোঝালে they বসে  
এক কথায় Tag Question  Pronoun Form বসাতে হয় 

যেমনঃ 
Bird flies in the sky, doesnt it ?
Birds fly in the sky, don
t they ?
  • Rule 4 : Present indefinite Tense হলে Tag Question- dont / doesnবসে   যদি Verb এর শেষে s/es থাকে তাহলে doesnবসে  যেমনঃ They play football, dont they ?                          Borna reads the book carefully, doesnt she ?
  • Rule 5 : Past indefinite Tense হলে Tag Question- didnবসে  যেমনঃ Sojib worked hard, didnt he ?
  • Rule 6: Nobody, None ইত্যাদি Subject হিসেবে ব্যবহৃত Tag- they এবং nothing Subject হিসেবে ব্যবহৃত হলে it বসে  এবং Tag Question  সেই বাক্যের Negative করতে হয় না  যেমনঃ Nobody called me, did they?
  • Rule 7 : বাক্যের মধ্যে Hardly, Scarely, Seldom, little থাকলে সেই বাক্যের Tag Question  Negative করতে হয় না   যেমনঃ He hardly comes here, does he ?
  • Rule 8 : যত প্রকার body এবং one আছে তাদের জন্য Tag Question   they বসে   যেমনঃ Someone helps me, dont they ? 
For Examination click here


 
 

1 comment: